সে ছিল ১৪২২ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ, যখন 'সহবতি' (ISSN : 2454-2512) প্রথম ভূমিষ্ঠ হয়েছিল। অনেক চেষ্টার পর যখন নিজেদের একটি গবেষণাধর্মী পত্রিকা আত্মপ্রকাশ করতে পারল তখন সে আনন্দ ছিল অবর্ণনীয়। কিন্তু সে আনন্দের সাথে ছিল ভয়ও। না জানি কতদিন পথ চলতে পারব। বাধা তো ছিল, আছে এবং থাকবে। তবে আমরা সে বাধা পেরিয়ে আজ সহবতির অষ্টম সংখ্যা প্রকাশ করতে পেরেছি। বহু গুণীজনের আশীর্বাদ সহবতির এই পথ চলাকে সম্ভব করেছে। ভবিষ্যতেও তাঁদের আশীর্বাদ আমাদের পাথেয়। এই অষ্টম সংখ্যা পর্যন্ত প্রায় দ্বি-শতাধিক প্রবন্ধ আত্মপ্রকাশ করেছে 'সহবতি'র পাতায়। প্রত্যেক প্রাবন্ধিকের কাছে আমরা কৃতজ্ঞ। তাঁরাই তো সহবতির আসল সম্পদ। বহু অধ্যাপক, গবেষক, ছাত্র-ছাত্রী তাঁদের ভাবনা প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন 'সহবতি'কে-, এ সত্যিই আমাদের পরম সৌভাগ্য। ভবিষ্যতেও এমন সুধীজন 'সহবতি'র সাথে থাকবেন এই প্রার্থনা করি। Peer Reviewed Research Journal 'সহবতি' শুধু বাংলা ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রেই নয় দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, কিংবা ইংরেজি ও সংস্কৃত ভাষা ও সাহিত্যের গবেষণার ক্ষেত্রেও একটি অনন্য দলিল হয়ে উঠুক এইটুকুই আশা করি।
'সহবতি'র সম্পাদক ও সম্পাদক পরিষদের পক্ষ থেকে সকল লেখক ও পাঠককে জানাই আন্তরিক শুভেচ্ছা।
সহবতি'র সাথে থাকুন, পাশে থাকুন।
Copyright © 2024 Sahabati - All Rights Reserved.